বাংলাদেশে একমাত্র আমরাই ০% কমিশনে আপনার পণ্য বিক্রয়ের ‍সুযোগ দিচ্ছি! কোন কমিশন ছাড়াই মার্চেন্ট পলিসি অনুযায়ী শুরু করুন আপনার বিক্রয়। প্রতিদিন পৌঁচে যান হাজারো নতুন গ্রাহকদের কাছে। শুরু ফ্রী অনলাইন ব্যবসায়…

১. প্রথমে www.mahavinbd.com এ যান এবং পেজ স্ক্রোল করে নিচে যান, User Area তে লক্ষ্য করুন এবং Login/ Register এ ক্লিক করুন।

২. আপনার ইউজান নাম(লগইন নাম), সচল ইমেইল এবং একটি শক্তিশালি পাসওয়ার্ড দিন। তারপর “I am a Vendor” সিলেক্ট করুন, এবার মার্চেন্ট নাম/ সেলার নাম, শপ নাম – শপ লিংক(URL), সচল মোবাইল নাম্বার এবং ইমেইল দিয়ে রেজিষ্ট্রেশন করুন।

৩. তারপর আপনাকে Seller Partner/ Merchant হিসেবে আমরা কনফার্ম করব, প্রয়োজেনে কল করুন +৮৮০১৫৭২৪৩১৩৪৭ এই নম্বরে অথবা ইমেইল করুন partners@mahavinbd.com

৪. Seller Partner/ Merchant হিসেবে আপনাকে কনফার্ম করার পর Seller Partner’s Dashboard এ আপনি আপনার সর্বমোট সেলস, পণ্য, পেন্ডিং অর্ডার ইত্যাদি তথ্যের উপর রিপোর্ট দেখতে পারবেন, যার মাধ্যমে আপনি ব্যবসায়ের অবস্থান নির্নয় করতে পারবেন।

৫. প্রথমেই Seller Partner’s Dashboard এর বাম পাশের অপশন থেকে Store Setting এ যান এবং ৬২৫ X ৩০০ পিক্সেল এর ব্যবসায়ের কভার ফটো আপলোড করুন, ১৫০ X ১৫০ সাইজের প্রোফাইল ফটো অথ্যাৎ ব্যবসায়ের লগো আপলোড করুন, ব্যবসায়ের ঠিকানা দিন এবং অন্য অপশন গুলো সেট-আপ করুন।

৬. Payment Setting এ সতর্কতার সাথে আপনার ব্যাংক একাউন্ট এর তথ্য দিয়ে “UPDATE SETTINGS” এ ক্লিক করুন।

৭. Seller Partner’s DashboardProducts অপশনটি পেয়ে যাবেন, নতুন পণ্য আপলোড করতে “ADD NEW PRODUCTS” এ ক্লিক করুন।

পণ্য আপলোড গাইডঃ

ক) ৭৭০ X ৬৩০ সাইজের অন্তত ৩ থেকে ৪ টি ছবি আপলোড করুন। মনে রাখবেন আপনার সুন্দর ছবিই ক্রেতাকে আকৃষ্ট করবে। তাই সুন্দর ভাবে মানসম্মত ক্যামেরা দিয়ে পণ্যের ছবি তুলুন। উল্লেখ্য যে হাই গ্রাফিক্স ব্যবহার করা যাবে না। আর অবশ্যই ছবি ব্যাগরাউন্ড সাদা/ হালকা ধুসর রাখার চেষ্টা করবেন।

খ) পণ্যের নাম দিন যা ডিসপ্লে এবং পণ্যের পরিচয়ের প্রথম ধাপ। (Example: Eid Special Full Sleeve Shirt, Full Sleeve Cotton T-Shirt, Semi Narrow Jeans Pants, Unstitched Hand Block Printed Three Piece, Linen Stitched Long Kurti, Readymade Cotton Embroidery Salwar Kameez)

গ) পণ্যের মূল্য এবং ডিসকাউন্ট মূল্য সেট করুন।

ঘ) পণ্যের ক্যাটেগরি সঠিকভাবে ঠিক করুন এবং পণ্য সংক্রান্ত ২-৩ টি ট্যাগ ব্যবহার করুন। এটি গ্রাহককে আপনার পণ্য খুঁজে পেতে সাহায্য করবে।

ঙ) পণ্য সম্পর্কে বিস্তারিত লিখুন (পণ্যের মান, ব্রান্ড, কটন কোয়ালিটি, কালার, সাইজ এবং অন্যান্য বিস্তারিত লিখুন। তারপর CREATE বাটনে ক্লিক করে পন্যটি আপলোড করুন। উল্লেখ্য যে প্রতিটি পণ্য আমরা রিভিউ করে আপনার স্টোরে পাবলিসড করব। তথ্যের কোন ধরনের ঘাটতি থাকলে পণ্য আপলোড হবে না!!

৮. Seller Partner’s DashboardProducts অপশন এ আপনি পণ্যের লিস্ট পাবেন এবং সেখান থেকে পণ্য Edit, Permanently Delete করতে পারবেন। Edit অপশন থেকে আপনি পণ্যের নাম, মূল্য, ক্যাটেগরি, বিস্তারিত, স্টক স্ট্যাটাস, প্রোডাক্ট স্ট্যাটাস, স্টক ম্যানেজমেন্ট, পণ্যের ভিজেবিলিটি, পারচেস নোট ইত্যাদি সেট-আপ করতে পারবেন।

৯. কোন পণ্যের স্টক শেষ হয়ে গেলে অবশ্যই সেটিকে স্টক আউট করে দিন। পণ্যের ছবিতে কোন ধরনের আকর্ষণীয় আইকন ব্যবহার থেকে বিরত থাকুন।

অবশ্যই বিক্রয় শুরু করার আগে সেলার পলিসি দেখে নিন। এছাড়াও যেকোন প্রয়োজনে কল করুন ০১৭৯৩৯৫৬৬৩৮ অথবা ০১৫৭২৪৩১৩৪৭ এই নাম্বারে অথবা ইমেইল করুন “partners@mahavinbd.com